purulia district police
HomeTraffic Advisory

Traffic Advisory

গাড়ি চালকের প্রতি

মোটর সাইকেল চালকদের প্রতি

পথ নিরাপত্তা বিষয়ক কিছু সতর্কতা

  • রাস্তার বাম পাশ ধরে গাড়ি চালান৷
  • ওভারটেক করার সময় ডান পাশ দিয়ে চলুন৷
  • দূরত্ব বজায় রেখে গাড়ি চালান৷
  • ওভারটেক করার সময় আগে হর্ন বা আলোর সাহায্যে সতর্ক করুন তারপর ডানপাশ দিয়ে ওভারটেক করুন, ঝুঁকি নিয়ে ওভারটেক করবেন না৷
  • রাস্তার বিভিন্ন সংকেত চিহ্ন অনুসরণ করে চলুন৷
  • সম্পূর্ণ রাস্তার ধরণ এবং ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক লাইটস্, রাস্তায় চিহ্ন অনুসরণ করে গাড়ি চালনা করুন৷
  • সর্বদা ট্রাফিক নির্দেশ অনুযায়ী স্টপ লাইনের আগে গাড়ি দাঁড় করান৷
  • গাড়ি ভালোভাবে পরীক্ষা করে রাস্তায় বের হবেন৷
  • মদ্যপ / অসুস্থ / তন্দ্রাছন্ন / অন্যমনস্ক অবস্থায় গাড়ি চালাবেন না৷
  • ড্রাইভিং লাইসেন্স, উপযুক্ত ইন্সুওরেন্স পলিসি, দূষন মুক্ত সার্টিফিকেট প্রভৃতি কাছে রাখা চাই৷
  • গাড়ি চালানোর সময় সেলুলার ফোন কানে ওয়াকম্যান ব্যবহার করবেন না৷
  • রাত্রে রঙিন পোশাক ব্যবহার করে গাড়ি চালাবেন না৷
  • রাস্তায় মর্মান্তিক দূর্ঘটনা এড়াতে চেষ্টা করুন৷ কেবল মাত্র আপনার একটা ভুলের জন্য আপনার নিজের প্রাণ হারাতে বা আপনার পরিবারের দীর্ঘ দুঃখের কারণ হতে পারে৷

 

  • তোমার বয়স ১৮ হতেই হবে৷ তবে ১৬-র বেশি হলে Without Gear গাড়ি চালাতে পারো তবে লাইসেন্স দিবে৷
  • তোমার Driving License থাকতেই হবে৷ গাড়ি যদি তোমার না হয় তবে Authorization Letter রাখতে হবে৷
  • হেলমেট পরতেই হবে৷ শুধু পরা নয় টাইট করে আটকাতে হবে৷ মোটর সাইকেলের প্রতিটি আরোহীকে হেলমেট পড়তে হবে-শুধু চালক পরলেই যথেষ্ট নয়৷
  • কখনোই খালি পায়ে মোটর সাইকেল চালাবেন না৷
  • মোটর সাইকেল যেখানে সেখানে পার্ক করবেন না৷
  • মোটর সাইকেল চালানোর সময় বেশী গতিতে চালাবেন না৷
  • মোটর সাইকেল চালানোর সময় Driving License, Registration Certificate, Authorization Letter এবং Tax Clearance Certificate রাখতে হবে৷
  • মোটর সাইকেলের সামনে ও পিছনে নাম্বার লিখতে হবে৷
  • চলন্ত গাড়িতে উঠবেন না৷ চলন্ত গাড়ি থেকে নামবেন না৷
  • গাড়ি থেকে নামার সময় গাড়ির সামনে দিকে মুখ রাখিবেন না৷
  • পাশের ছাদে, বাম্পারে, সিঁড়িতে চাপাবেন না৷ বাস থেকে নেমেই দৌড়ে রাস্তা পার হবেন না৷ বাস বা কোনো গাড়ির চালককে জোরে গাড়ি চালাতে উৎসাহ দেবেন না৷ এটা আইনত দন্ডনীয় অপরাধ৷
  • রাস্তায় কিছু ফেলবেন না৷ রাস্তায় কিছু পড়ে থাকলে সঠিক জায়গায় ফেলার চেষ্টা করবেন৷
  • রাস্তায় খেলবেন না৷ রাস্তার উপর দিয়ে ঘুড়ি ওড়াবেন না৷
  • রেলওয়ে লেভেল ক্রসিং – এ গেট বন্ধ থাকলে কখনই লাইন পার হবেন না৷ রেল লাইন ধরে লাইনের মাঝখান দিয়ে হাঁটবেন না৷

 

  • পায়ে হেঁটে যাওয়ার সময় নির্দিষ্ট ফুটপাথ ব্যবহার করুন৷
  • ট্রেন লাইনে বা বাসরাস্তায় ওভার ব্রীজ ব্যবহার করুন৷
  • জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হওয়াই বাঞ্চনীয়৷
  • লাল আলো জ্বলাকালীন রাস্তা পার হওয়াই বাঞ্চনীয়৷
  • সবুজ আলো জ্বলাকালীন রাস্তা না পার হওয়াই বাঞ্চনীয়৷
  • খুব সতর্ক এবং আস্থাশীল হয়ে রাস্তা পার হওয়া৷
  • রাস্তা পার হওয়ার সময় ইতঃস্তত না করা৷
  • যান চলাচল নিয়ন্ত্রণ আলোর দিকে নজর রাখা৷
  • রাস্তার উপর দিয়ে না চলা৷
  • বাসে / ট্রেনে যাওয়ার সময় দরজা / জানালার বাহিরে হাত, মাথা বাহিরে না করা৷

 

 

মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না

 

 

BEWARE ON THE ROAD

SCOOTERISTS /   MOTORCYCLISTS YOU

ARE VULNERABLE ON THE ROAD

ROAD SAFETY AWARENESS PROGRAMME

 

It is generally seen in accidents that the drivers and passenger of smaller vehicles suffer most. This condition gets worsened in the case of accidents of two wheelers because no outer protection is provided in them. However, by taking some precautions these accidents can be avoided or reduced to minimum
  • Use plain number plates with numbers—- in black once. White / Yellow.
  • Negotiate a roundabout properly and cautiously allowing smooth movement of traffic without causing chaos.
  • Driving, particularly a two wheeler, needs special caution and alertness so drive only when you are in a fresh mood.
  • Be prepared to meet all kinds of drivers during the course of your driver. Their driving leaves much to be desired and they may frequently confront you with an accident prone situation in which you must constantly adjust your driving to avoid any accident. You should assume that the other driver is not as considerate as you and that he will not respond to the traffic rules as you do. In these circumstances, you will be better as you do. In these circumstances, you will be better prepared to adjust your driving so as to prevent accidents.

 

STAY ALIVE DONT’S DRINK WINE AND DRIVE

PURULIA POLICE CONTACT Nos.

PURULIA CONTROL ROOM            –        03252-223209

ADDL. SP. OFFICE                    –       03252-224379

Dy S.P. DEB OFFICE                 –         03252-223215

O/C TRAFFIC                            –          8145500714

O/C(TOWN)PS                         –           8145500370

O/C(MUFFASIL)PS                 –           8145500380

Purulia District Police West-Bengal-Police Purulia Sadar Traffic Police
  • Driver with complete road sense and honour all traffic signals, traffic lights and road signs.
  • Driver in your lane within prescribed speed limits and change your lane in a lane changing zone with proper signaling.
  • Maintain correct distance from other vehicles on the road for proper braking. The faster you travel the greater is your braking distance. Use a break ratio of 60% front and 40% rear on dry road. Onwet, sandy or oil roads, use rear brakes only.
  • Always stop before stop line to facilities the movements of pedestrians and other road users.
  • Give way to traffic on your right and always overtake from right side after looking behind in the rear view mirror for nay vehicular movements behind you.
  • Don’t affix black screen on your car windows.

FROM 11 th – 17 th JANUARY’14

  • Breaks are Working properly
  • Horn is in working order
  • Headlight, Back light and indicators are working properly
  • Tyres are properly inflated and in good condition
  • The handle is in good and sound condition
  • Number plates are displayed in front and rear in prescribed manner,
  • Rear view mirror is properly adjusted
  • You have only one passenger behind you
  • You have suitable device to prevent garments of the pillion rider from getting entangled.
  • You have proper driving licence, valid insurance certificate and polution, under control certificate.
  • Both driver and pillon rider wear helmets.
symbol-1 symbol-2 symbol-3

Copyright © Purulia District Police.All Rights Reserved | site by WPFreelance
Top Skip to content